Bengali Actress Bald Look: মাথা মুড়িয়ে চেহারার ভোলবদল, বাঙালি অভিনেত্রীর লেটেস্ট লুক দেখলে তাজ্জব বনে যাবেন

Debolina Dutta: সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দেবলীনা। যেখানে মাথা মুড়িয়ে একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। দেখুন সেই ছবি।

Debolina Dutta: সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দেবলীনা। যেখানে মাথা মুড়িয়ে একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। দেখুন সেই ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দেবলীনার ভোলবদল

Debolina Dutta Bald Look: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ দেবলীনা দত্ত। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টিনসেলটাউনে হাতেখড়ি। এরপর বেশ কিছু বাংলা ছবিতেও অভিনয় করেছেন। অংশ নেন রিয়্যালিটি শো-র মঞ্চেও। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। জীবনের সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। টলিপাড়ার কানাঘুষো দেবলীনা নাকি অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুপিচুপি প্রেম করছেন। যদিও সংবামাধ্যমের সামনে এই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়েছেন দুজনেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দেবলীনা। যেখানে মাথা মুড়িয়ে একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।  মেক আপ রুম থেকে মাথা মুড়িয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

Advertisment

Advertisment

উত্তেজনা জিইয়ে রেখে দেবলীনা লিখেছেন, একটু অপেক্ষা করুন। সম্পূর্ণ লুক দেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ১৩ জুলাই ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেবলীনা দত্তকে নয়া অবতারে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সজুড়ে প্রতিক্রিয়ার পাহাড়। দেবলীনার চেহারার এই ভোলবদল দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেকে। প্রসঙ্গত, চরিত্রের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের লুক পরিবর্তন করতেই হয়। বিনোদিনীর জন্য রুক্মিণী থেকে শুভশ্রী, নেড়া মাথার লুকে দেখা গিয়েছে।

আরও পড়ুন অর্ধেক মাথা মুড়ানো-দাড়ি কামানো! চেহারার এ কী বিভৎস হাল! অভিনেতার লুক দেখে তাজ্জব বনে যাবেন

উল্লেখ্য, বুমেরাংবিতেও নেড়া মাথায় দর্শকের দরবারে হাজির হয়েছলেন রুক্মিণী। সৃজিত মুখোপাধ্যায়র লহ গৌরাঙ্গের নাম রে-এর জন্য বাস্তবে নেড়া হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ডান্স বাংলা ডান্সের মঞ্চে কোন বিশেষ পারফরম্যান্সের জন্য দেবলীনার এই লুক তা নিয়ে ভক্তদের উত্তজেবার পারদ একেবারে তুঙ্গে।

বেশ কিছু বাংলা সিনেমার সিনেমার প্রিমিয়ারে নিমন্ত্রিত থাকেন দেবলীনা। সম্প্রতি সৌম্যর সঙ্গে আপিস-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তার আগে বাৎসরিকের প্রিমিয়ারে এসেছিলেন মা-কে নিয়ে। উল্লেখ্য, তথাগত মুখোপাধ্যায়ের 'রাস'-এর প্রিমিয়ারে যাননি পরিচালক-অভিনেতার প্রাক্তন স্ত্রী। এখন অপেক্ষা ১৩ জুলাইয়ে ডান্স বাংলা ডান্সের মঞ্চে কোন ধামাকা করবেন দেবলীনা। 

আরও পড়ুন মাথার ভিতর গজ কাপড় আর বাদাম! অস্ত্রোপচারের পর স্মৃতিশক্তি হারালেন অভিনেতা ঋত্বিক

Bengali Actress Debolina Dutta
OSZAR »