Samsung Galaxy M36 5G: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung আজ ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন মিড-রেঞ্জ ৫জি স্মার্টফোন Samsung Galaxy M36 5G। এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া Galaxy M35 5G-এর আপগ্রেড ভার্সন হিসেবে বাজারে নিয়ে আসছে সংস্থা। লঞ্চের আগে Samsung ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ও ডিজাইন টিজ করেছে, যার ভিত্তিতে ফোনটির অনেক তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
Samsung নিশ্চিত করেছে, Galaxy M36 5G-এর দাম ২০,০০০ টাকার কম হবে। এই প্রাইস সেগমেন্টে Samsung-এর স্মার্টফোনটি OnePlus Nord CE 4 Lite এবং CMF Phone 2 Pro-এর মতো মিড-রেঞ্জ ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। ফোনটি লঞ্চ হওয়ার পর Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট, Amazon India এবং বিভিন্ন অফলাইন স্টোরে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy M36 5G মডেলে থাকবে 6.7-ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz! থাকছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন। তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে নয়া এই স্মার্টফোন। Orange Haze, Serene Green, Velvet Black। প্রসেসর হিসাবে এই ফোনে থাকছে Exynos 1380 SoC প্রসেসর।কমপক্ষে ৬ জিবি RAM, সফটওয়্যারের দিক থেকে এই ফোনে থাকছে Android 15-বেসড One UI 7! ক্যামেরা মডিউলে Samsung Galaxy M36 5G থাকছে ৫০MP ট্রিপল ক্যামেরা সেটআপ, OIS সহ সেলফি ক্যামেরা ১২ MP, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। রয়েছে একাধিক AI ফিচার Galaxy AI ও Google Circle-to-Search সাপোর্ট। Samsung-এর দাবি অনুযায়ী, Galaxy M36 5G শুধুমাত্র ডিজাইন ও স্পেসিফিকেশনের দিক থেকেই নয়, AI এবং ইউজার এক্সপেরিয়েন্সের দিক থেকেও নতুনত্ব আনবে।